পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন করল ইসরায়েল
অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরত চললেও পশ্চিম তীরে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজার মতো তীব্র না হলেও সেখানে অভিযান চলমান। গত ২০ বছরের মধ্যে প্রথম সেখানে ট্যাংক মোতায়েন করেছে আইডিএফ। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনীর অভিযানে পশ্চিমতীরে ঘরছাড়া হয়েছে ৪০ হাজার ফিলিস্তিনি। তারা বাড়িতে ফিরতেও পারছে না।
গতকাল রবিবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেন, আগামী বছর পর্যন্ত শরণার্থী শিবিরে তাদের সেনাবাহিনী অবস্থান করবে। তিনি বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের উত্তরাঞ্চলে তাদের অভিযান বিস্তৃত করছে। শরণার্থী শিবির থেকে ৪০ হাজার ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়া হয়েছে। ’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এ ছাড়া ওই শিবিরে জাতিসংঘের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের কাবাতিয়ায় দুইদের কারফিউ জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস