তেজগাঁও রেলস্টেশন থেকে গ্রেনেড উদ্ধার
রাজধানীর তেজগাঁও রেলস্টেশন থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা পাঁচটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও রেলওয়ে পুলিশ গ্রেনেডগুলো উদ্ধার করে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, রেলস্টেশনে পরিত্যক্ত পাঁচটি সাউন্ড গ্রেনেড পড়েছিল একটি ব্যাগে। সেখানকার কর্তৃপক্ষ পুলিশকে ফোন দেয়। খবর পেয়ে ডিবি, রেলওয়ে পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধার করে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আর ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, ‘কে বা কারা এই সাউন্ড গ্রেনেড গুলো স্টেশনে রেখে গেছে তা জানা যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি এবং বিচার বিশ্লেষণ করে তদন্ত করছি। অপরাধীদের খোঁজা হচ্ছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?