টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু

গাজিপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০
শেয়ার :
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু

গাজীপুর টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় সাদিয়া (২২) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত সাদিয়া হবিগঞ্জ জেলার আমিরগঞ্জ থানার গরদাইর গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন তার স্বামী আখের হোসনে। 

পুলিশ জানায়, গতকাল রবিবার রাত আনুমানিক সাড়ে ৯ টায় টঙ্গী পাগাড় এলাকার এন কে নেটওয়ার্ক ফ্যাশন কারখানার পোশাক শ্রমিক সাদিয়া কারখানার কাজ শেষে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তাকে পিছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যান। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা ফরিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং মৃতদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়া দিন রয়েছে বলে জানান।