তামান্নাকে চেনা দায়!

নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শেয়ার :
তামান্নাকে চেনা দায়!

কাঁধে ঝোলা, কপালে তিলক আর হাতে ডমরু। সম্প্রতি এমন লুকেই সামনে এলেন তামান্না ভাটিয়া। তাকে চেনা দায়! সাধারণ জীবনযাপন, প্রেমÑ সব কিছু বিসর্জন দিয়ে কি অভিনেত্রী এবার সন্ন্যাসের পথে? শনিবার প্রয়াগরাজে তামান্নার কাণ্ড দেখলে এমন ভাবনা মাথায় উঁকি দেওয়া অহেতুক নয়। না, বাস্তব জীবনে নয়, ‘ওডেলা ২’ সিনেমার জন্যই এমন বেশভূষা তামান্নার।