শ্রীদেবীর সেরা ১০ সিনেমা

মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

বিনোদন সময় ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শেয়ার :
শ্রীদেবীর সেরা ১০ সিনেমা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। অনবদ্য অভিনয় আর নাচ দিয়ে আশি-নব্বই দশকের দর্শকদের তিনি মাতিয়ে রেখেছিলেন। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম ও কান্নাড়া ভাষা মিলিয়ে ১২৬টি ছবিতে দেখা গেছে তাকে। আজ এই বরেণ্য অভিনেত্রীর সপ্তম মৃত্যুবার্ষিকী। জেনে নেওয়া যাক তার সেরা ১০ সিনেমার কথাÑ

সদ্মা

শ্রীদেবী অভিনীত সেরা সিনেমা ‘সদ্মা’। মুক্তি পায় ১৯৮৩ সালের ৮ জুলাই। এতে তার চরিত্রের নাম ছিল নেহালতা। স্ক্রিনে কমল হাসানের সঙ্গে অভিনয় করতে দেখা যায় তাকে। ওই বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রীদেবী সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন।

নাগিনা

শ্রীদেবীর দ্বিতীয় সেরা সিনেমা ‘নাগিনা’। হরমেশ মালহোত্রা পরিচালিত ছবিটিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন। সিনেমায় তার নাচ এখনও দর্শকদের মুগ্ধ করে। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে আরও অভিনয় করেন ঋষি কাপুর, অমরেশ পুরি, প্রেম চোপড়া প্রমুখ।

মিস্টার ইন্ডিয়া

শ্রীদেবীর তৃতীয় সেরা সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’। এতে অনিল কাপুরের সঙ্গে অভিনয় করেন তিনি। সিনেমার ‘হাওয়া হাওয়াই’ আর ‘কাটে নেহি কাট তে’ গান দারুণ জনপ্রিয় হয়েছিল। ১৯৮৭ সালের ২৫ মে এটি মুক্তি পায়। পরিচালনা করেন শেখর কাপুর।

চাঁদনি

যশ চোপড়ার ‘চাঁদনি’ সিনেমায় শ্রীদেবী অভিনয় করেন বিনোদ খান্না আর ঋষি কাপুরের সঙ্গে। এই সিনেমার জন্য বলিউডে তিনি শীর্ষ নায়িকার সম্মান পান। এটি শ্রীদেবীর চতুর্থ সেরা সিনেমা। ১৯৮৯ সালের ১৪ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়।

চালবাজ

এ সিনেমায় শ্রীদেবী দ্বৈত চরিত্রে অভিনয় করেন। তাদের একজন ভদ্র-নম্র অঞ্জু আর অন্যজন খুবই দুরন্ত মঞ্জু। শ্রীদেবী তার পঞ্চম সেরা ছবিটির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নায়িকার পুরস্কার পান। এটি মুক্তি পায় ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর। আরও অভিনয় করেন সানি দেওল, অনুপম খের প্রমুখ।

লামহে

‘লামহে’ সিনেমায়ও দ্বৈত চরিত্রে দেখা গেছে শ্রীদেবীকে। একজন মা আর অন্যজন মেয়ে। যশ চোপড়ার এই সিনেমায় শ্রীদেবীর বিপরীতে ছিলেন অনিল কাপুর। এখানে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। সেরা ষষ্ঠ সিনেমা ‘লামহে’ তাকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়।

খুদা গাওয়া

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘খুদা গাওয়া’ শ্রীদেবীর সেরা সপ্তম সিনেমা। তিনি আবার মা আর মেয়ের চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে এক আফগান নারী ছিলেন শ্রীদেবী। ১৯৯২ সালের ৮ মে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেন মুকুল এস আনন্দ।

গুমরাহ

অস্ট্রেলিয়ার টিভির মিনি সিরিজ ‘ব্যাংকক হিলটন’ অবলম্বনে মহেশ ভাট তৈরি করেন হিন্দি সিনেমা ‘গুমরাহ’। এতে শ্রীদেবী একজন সংগীতশিল্পীর ভূমিকায় হাজির হন। মাদক পাচারের মিথ্যা মামলায় জড়ানো হয় তাকে। এটি শ্রীদেবীর সেরা অষ্টম সিনেমা।

জুদাই

১৯৯৭ সালে রাজ কানওয়ার পরিচালিত ‘জুদাই’ ছবিতে শ্রীদেবী একজন লোভী নারীর চরিত্রে অভিনয় করেন। মধ্যবিত্ত পরিবার। ধনী হওয়ার স্বপ্ন তার। প্রচুর অর্থ পাওয়ার লোভে স্বামীকে প্রতিষ্ঠানের মালিককে বিয়ে করার অনুমতি দেন। এই ছবির পর বাস্তব জীবনে স্বামী আর সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শ্রীদেবী। ‘জুদাই’ শ্রীদেবীর সেরা নবম সিনেমা।

ইংলিশ ভিংলিশ

শ্রীদেবীর সেরা ১০ নম্বর সিনেমা ‘ইংলিশ ভিংলিশ’। ১৫ বছর বিরতির পর এটি দিয়ে বড় পর্দায় ফিরে আসেন তিনি। ছবিতে শ্রীদেবী একজন গৃহবধূ। ইংরেজি মোটেই বলতে পারেন না। এ জন্য স্বামী আর সন্তানদের কাছে প্রায়ই কথা শুনতে হয়। এদিকে পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নিতে বিদেশে যেতে হয়। সেখানে সবার চোখ ফাঁকি দিয়ে ইংরেজিতে কথা বলার কোর্স করেন তিনি। এই সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান শ্রীদেবী।