এবার গ্রীষ্মে লোডশেডিং হবে না: অর্থ উপদেষ্টা
আসছে গ্ৰীস্মে দেশে কোন লোডলেডিং হবার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড.সালেহ আহমেদ।
আজ রবিবার রাতে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালনা বোর্ডের ৬৫ তম সভায় যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ‘গ্যাস এ্যানার্জি পর্যাপ্ত রয়েছে তাই লোড শেডিং হওয়ার সম্ভাবনা নেই।’
রমজান সামনে রেখে সরকার চাল ডাল আমদানি করছে এবং পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘নিত্য পণ্যের দাম বাড়বে না। এ ছাড়াও বাজারে সরবরাহ ব্যবস্থাপনার তদারকি করা হবে যাতে কৃত্রিম সংকট তৈরি করে কেউ যাতে কালোবাজারি করতে না পারে।’
খাদ্য পণ্যের দাম যাতে বাড়াতে না পারে সেজন্য সরকার যথেষ্ট সজাগ রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘ডলারের বিপরীতে টাকার মুল্য বর্তমানে ঠিক আছে সামনে আর বাড়বে না এবং কমবেও না।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব,ড.শেখ আব্দুর রশীদ,জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.মোঃ মোখলেস উর রহমান।