নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল, সম্পাদক রঞ্জু
ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি হয়েছেন মোহাম্মদ এনামুল হক বাবুল এবং পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু।
গতকাল শনিবার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে প্রেসক্লাবের সাধাণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সভা শেষে প্রেসক্লাব নির্বাচন কমিশন প্রধান ডা. ফখর উদ্দিন ভূইঁয়া আগামী ২ বছরের জন্য সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুলকে (আমাদের সময়) সভাপতি ও ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জুকে (আমার দেশ) সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন।
১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্যরা হচ্ছেন সিনিয়র সহসভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল (নিউ নেশান), সহসভাপতি (২জন) ইউসুফ আকন্দ মজিবুর (সংগ্রাম) ও মো. মঞ্জুরুল হক (দৈনিক বর্তমান), সিনিয়র যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু (দিনকাল), যুগ্ম সম্পাদক ৩ জন যথাক্রমে রফিকুল ইসলাম রফিক (আজকের খবর), আবু হানিফ সরকার (দেশরুপান্তর) ও মঞ্জুরুল হক মঞ্জু (দৈনিক মানবকন্ঠ), অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল (ঢাকা প্রতিদিন), দপ্তর সম্পাদক মো. রমজান আলী (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাহিত্যে ও পাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম শফিক (ভোরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া (দৈনিক নিরপক্ষে), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান বাচ্চু (কালের নতুন সংবাদ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রভাষক এহসানুল হক তানভীর (খোলা কাগজ), নির্বাহী সদস্য ২জন যথাক্রমে আমিনুল ইসলাম আনজু ও মাহাবুব আলম খান (সময়ের কন্ঠ) ও অডিটর শাহ মো. জসিম উদ্দিন (জনতার কন্ঠস্বর)। এছাড়াও সাধারণ পরিষদের আরও ২৩ জন সাংবাদিক সদস্য রয়েছেন।