বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানোয় হামলা, বরের চাচা নিহত
নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনায় কামাল ব্যাপারী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল ব্যাপারী মানিকপুর গ্রামের মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে। এ ঘটনায় আজ রবিবার সকালে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাহমুদা শারমিন নেলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, আজ রবিবার মানিকপুর গ্রামের কামাল ব্যাপারীর ভাতিজা সুমন ব্যাপারীর সঙ্গে পাশের লালপুর উপজেলার গোধড়া গ্রামের নজির উদ্দিনের মেয়ের বিয়ের দিন ধার্য্য ছিল। বিয়ে উপলক্ষে আগের দিন শনিবার রাতে বরের বাড়িতে উচ্চশব্দে গান বাজানো হচ্ছিল। এ সময় প্রতিবেশী মৃত আকু ব্যাপারীর ছেলে শামসুল ব্যাপারী, শাহজাহান ব্যাপারী ও শাহাদত ব্যাপারী সেখানে এসে গান বাজানোকে কেন্দ্র করে হৈচৈ শুরু করেন। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে তারা বিয়ে বাড়িতে হামলা চালায়। কামাল ব্যাপারী তাদেরকে থামাতে এগিয়ে গেলে তারা লাঠিসোটা দিয়ে তাকে এলোপাথাড়ি পিটিয়ে জখম করে। পরে স্বজনরা উদ্ধার করে বনপাড়ায় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই হামলাকারীরা পলাতক রয়েছেন।
তবে অভিযুক্ত শামসুল ব্যাপারী মোবাইলে বলেন, তারা বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজাচ্ছিল। আমরা গিয়ে নিষেধ করলে তাদের সঙ্গে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। কিন্তু তিনি কিভাবে মারা গেলেন, তা আমরা জানি না।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।