ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধার
রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে শাহিদা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত শাহিদা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকার মন্ডল পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শাহিদা অন্যদের সঙ্গে ক্ষেত থেকে আলু তুলতে গিয়েছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান।