হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও অপরাধের বিচার যথেষ্ট হবে না: বুলু
বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, গুম করেছে; তার বিচার এই বাংলায় করতে হবে। শেখ হাসিনা যে অপরাধ করেছে হাজারবার ফাঁসি দিলেও তার বিচার যথেষ্ট হবে না।
আজ রবিবার দুপুরে খানজাহান আলী দরগার মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বাগেরহাট জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কসিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, অ্যাড. ওহিদুজ্জামান দিপু, কামরুল ইসলঅম গোরা, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম।
এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, খাদেম নিয়ামিুল নাসের আলাপ, সদস্য ব্যারিষ্টার জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, কাজী খায়রুজ্জামান শিপন, রুনা গাজী, অ্যাড. ফারহানা জাহান নিপা, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, জাসাসের সাধারণ সম্পাদক নারগিস আক্তার লুনা, তাতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান প্রমুখ।
জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো ও ওলিউর রহমান পল্টুর সঞ্চালনায় এ সমাবেশে রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবি তুলে ধরেন বক্তারা।