ডিপিএলে সাকিবের খেলা নিয়ে নতুন মোড়
পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে আসতে পারছেন না সাকিব আল হাসান। দেশের মাটিতে টেস্ট খেলে দীর্ঘ সংস্করণকে বিদায় দিতে চেয়েও পারেননি। বিপিএলে চিটাগং কিংস তাকে দলে ভিড়িয়েও খেলাতে পারেনি। এরই মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের হয়ে নাম লিখিয়ে আলোচনায় আসেন সাকিব। তবে এবার সেই ঘটনা নিল নতুন মোড়।
গতকাল শনিবার শুরু হয়ে আজ রবিবার পর্যন্ত চলেছে ডিপিএলের দলবদল। ক্লাবগুলো যখন তাদের দল গোছাতে ব্যস্ত তখনই জানা গেল, দলবদল না করাতে অনুরোধ করেছেন সাকিব। বিষয়টি সিসিডিএমকেও জানিয়েছে রূপগঞ্জ।
গণমাধ্যমের কাছে রূপগঞ্জ দলের হয়ে তরিকুল ইসলাম টিটু বলেন, ‘আপনারা সবাই জানেন গতকালকে সাকিব আল হাসানকে লিজেন্ড অব রূপগঞ্জে খেলার জন্য দলবদল প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আজকে সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে তার দলবদলটা আপাতত স্থগিত রাখার জন্য।’
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
টিটু আরও বলেন, ‘আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। সাকিবের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে সেটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। তিনি বলেছেন যখন দেশে আসবেন...তিনি এলে আগের বারের দল থেকে মিউচুয়ালভাবে যদি আমাদের দলে খেলতে চায়, তাহলে তাকে আমরা পরবর্তীতে দলভুক্ত করব।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। রাজনীতিতে নাম লেখানোই কাল হয়ে আসে তার জন্য। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চাপে আছেন তিনি। হত্যা মামলাও হয়েছে তার নামে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চেয়েও পারেননি সাকিব। দুবাই পর্যন্ত এসেও ‘প্রতিকূল পরিস্থিতি’র কারণে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছিল তাকে। বিপিএলে চিটাগং কিংস তাকে দলে নিলেও খেলাতে পারেনি।
মাঠের বাইরের ব্যাপার তো আছেই, মাঠের ক্রিকেটেও সাকিবের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। বোলিংয়ে নিষেধাজ্ঞা পাওয়ায় তিনি খেলতে পারবেন শুধুই ব্যাটার হিসেবে। এতসব ঘটনার পর ক্যারিয়ার অনিশ্চয়তার দিকে থাকলেও গতকাল অনলাইনে কাগজপত্র জমা দিয়ে ডিপিএলে নাম লেখান সাকিব।