কাল থেকে ‘অনলাইন অফলাইন’র নতুন সিজন শুরু
টিভি চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলোর একটি ‘অনলাইন অফলাইন’। চার বছর আগে এটি প্রচার শুরু হয় মাছরাঙা টেলিভিশনে। তিন শতাধিক পর্ব প্রচারিত হয়েছে নাটকটির। দর্শকদের চাহিদার কথা ভেবে তৈরি হয়েছে নাটকের সিক্যুয়েল।
সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, তানজিকা আমিন, চাষী আলম, সাঈদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সালহা খানম নাদিয়া, শামীমা নাজনীন, সাদিয়া তানজিন, বাপ্পি আশরাফ, মিষ্টি ঘোষ, মারুফ মিঠু, রিমু খন্দকার, আনোয়ার হোসাইন, হানিফ পালোয়ান, অর্পন, মাসুদ হারুনসহ অনেকেই।
নির্মাতা জানান, প্রথম সিজনের শেষের দিকে যে মানুষগুলো অফলাইনে চলে গিয়েছিল তার ভেতর সব থেকে বড় নাম কণা। এই গল্পের শুরুতেই কণা ফিরে এসে রন্টুকে খুঁজতে থাকে। রিশাদের সাথে দেখা হয় তার। রকির সাথে দেখা হয়। কিন্তু কেউ তাকে রন্টুর খোঁজ দেয় না।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে, এই সিজনের নতুন চরিত্র ইমরান। পেশায় টেলিভিশন বিজ্ঞাপনের কাস্টিং ডিরেক্টর, স্বভাবে ভয়াবহ রোমান্টিক।
ধারাবাহিকটি সম্পর্কে পরিচালক সাগর জাহান বলেন, ‘এটি মূলত একটি ট্রেন্ডি প্রোডাকশন। গল্পে অনেক টুইস্ট আছে। প্রথম সিজনের মতো এই সিজনও দর্শকদের আনন্দ দিবে। আসলে দর্শকদের ভালোবাসা থেকেই সিজন ২ করার উৎসাহ পেয়েছি। আমার বিশ্বাস, এবারও দর্শকদের মন জয় করবে নাটকটি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার থেকে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ‘অনলাইন অফলাইন’র নতুন সিজনটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।