কারখানা বিক্রির অভিযোগে সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৩
শেয়ার :
কারখানা বিক্রির অভিযোগে সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

গাজীপুরের শ্রীপুরে ওসমান গ্রুপের টোপাজ ড্রেসেস নামক পোশাক কারখানা বিক্রি করে দেওয়ার অভিযোগে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কারখানাটির শ্রমিকরা। আজ দুপুর ১২টা থেকে শ্রমিকরা মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সিংগারদীঘিতে অবরোধ করে। দুপুর আড়াইটার সময় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী। কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃংখলা বাহিনী শ্রমিকদের সড়ক থেকে সড়াতে চেষ্টা অব্যাহত রেখেছে।

শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে ওসমান গ্রুপের কারখানায় চাকরি করছেন। কর্তৃপক্ষ চায়না মালিকের নিকট কারখানা বিক্রি করে দিয়েছে। কারখানার যন্ত্রপাতি গোপনে সড়িয়ে নিচ্ছে। চায়নাদের স্বাক্ষর ছাড়া গেইট পাস মেলেনা। তাদের চাকরির নিরাপত্তা নেই। তারা জানতে পেরেছেন, তাদের ছাটাই করা হবে। ঈদের পর তাদেরকে কারখানায় ঢুকতে দিবে না।

এ সময় শ্রমিকরা পুলিশদের লক্ষ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন।

শ্রমিকরা জানান, মালিক এসে ঘোষণা দিতে হবে তাদেরকে চাকরিতে বহাল রাখা হবে। তাদের দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

কারখানার জিএম রফিকুল ইসলাম রতন জানান, করখানা বিক্রি হয়নি। চায়না মালিকের সঙ্গে যৌথ ব্যবসার চুক্তি হয়েছে। কোনো শ্রমিক ছাঁটাই হয়নি। আমরা শ্রমিকদের বুঝাতে চেষ্টা করছি।

সড়কে আটকে পড়া ট্রাক চালক রশিদ মিয়া বলেন, এ কারখানার শ্রমিকরা চার দিনের মধ্যে দুদফা সড়ক অবরোধ করেছে। আমরা সড়কে চলাচলকারীরা যথা সময়ে গন্তব্যে পৌঁছতে পারি না। শ্রমিক-মালিকদের রশি টানাটানিতে আমরা ক্ষতির শিকার হচ্ছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আমরা চেষ্টা করছি শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিতে।

এর আগে গত বৃহস্পতিবার এ কারখানার শ্রমিকরা একই দাবিতে সড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে শত শত গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ।