নির্বাচনের তফসিল কবে হতে পারে, জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে হলে অক্টোবরে তফসিল দিতে হবে। আর সেজন্যে জুলাইয়ের মধ্যে সব কাজ শেষ করতে চায় ইসি।’
আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে আগামী ডিসেম্বর ও ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তফসিল কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারাই হিসাব করেন। সংসদ নির্বাচনে সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় ধরে তফসিল ঘোষণা করে ইসি।’
নির্বাচন কমিশনার বলেন, ‘আবারো আমি রিপিট করছি। এটা হলো ঐকমত্যের প্রশ্ন। এক্ষেত্রে তো প্রত্যেকটা আইন সংস্কারের বিষয়েও হয়তো ওনারা ঐকমম্য হবেন। পরে আমাদের যে প্রস্তুতিটা, সে প্রস্তুতির জন্য সময় লাগবে। এখন ধরেন, যদি আমি কালকেই ঐকমত্যের রেজাল্টটা পেয়ে যাই, তাহলে এক ধরনের টাইম আমি পাচ্ছি। আর যদি এটা বিলম্বিত হয় তাহলে আবার একটু কমে আসবে। সব কিছু মিলে আমরা আশা করি, একটা যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল ঘোষণা করতে পারব।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আনোয়ারুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন কারও কোনো নির্দেশ মত কাজ করবে না। কমিশন স্বাধীন, কারও কথায় কিংবা সুবিধা অসুবিধা বিবেচনা করে তফসিল দিবে না। কোনো চাপে কিংবা প্রভাবিত হয়ে ভোট করবে না ইসি।’