জাপানের উৎসবে মেহজাবীন
জাপানের ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। আগামী ১৩ মার্চ থেকে দেশটির ওসাকা শহরে হবে ১১ দিনব্যাপী এই আয়োজন। উৎসবের কম্পিটিশন বিভাগে অংশ নিচ্ছে মাকসুদ হোসেন পরিচালিত সিনেমাটি। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে আয়োজনের ওয়েবসাইট থেকে।
বর্তমানে সিনেমার নির্মাতা বার্লিন চলচ্চিত্র উৎসবের জন্য জার্মানিতে অবস্থান করছেন। সেখান থেকে তিনি বলেন, ‘১৭ ও ২২ মার্চে “সাবা” দেখানো হবে। উৎসবটিতে অংশ নিতে এবার আমি একাই যাচ্ছি।’
সিনেমাটি প্রসঙ্গে মাকসুদ বলেন, ‘যখন শুরু করেছিলাম তখন ছোট একটি সিনেমা বানাচ্ছিলাম। তবে আমাদের সততার জায়গা যেটি ছিল- সিনেমাটি যেন মৌলিক হয়, গল্প বলার মধ্যে যেন ভিন্নতা থাকে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এর আগে, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ‘সাবা’। পরবর্তী সময়ে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘উইন্ডো টু এশিয়ান ফিল্মস’ বিভাগে নির্বাচিত হয়েছে এই সিনেমাটি।
‘সাবা’ সিনেমার গল্প সাবা এবং তার মাকে কেন্দ্র করে। মা-মেয়ের সম্পর্কের মধ্যে আবির্ভাব ঘটে অঙ্কুর নামের এক তরুণের, যাকে কেন্দ্র করে সাবার জীবনের বাঁক বদল হয়।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সিনেমায় সাবা হয়েছেন মেহজাবীন, তার মা শিরিনের চরিত্রটি রোকেয়া প্রাচী করেছেন। অঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।