সুশাসন নিশ্চিত করতে সংস্কারে হাত দিয়েছি: ধর্ম উপদেষ্টা

নাটোর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৪
শেয়ার :
সুশাসন নিশ্চিত করতে সংস্কারে হাত দিয়েছি: ধর্ম উপদেষ্টা

অন্তর্বতীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। দায়িত্ব নেওয়ার পরে পুলিশ প্রশাসনে অস্থিরতা ছিল। সরকার অত্যান্ত দক্ষতার সঙ্গে পুলিশকে আস্থায় নিয়ে আবার কাজ করে যাচ্ছে। আমরা সুশাসন নিশ্চিত করার জন্য সংস্কারে হাত দিয়েছি। সংস্কার হয়ে গেলে সুশাসন নিশ্চিত করতে পারব।

আজ শনিবার দুপুরে নাটোরে মডেল মসজিদ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। নাটোরের বাগাতিপাড়ায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যায়ে নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফলক উন্মোচন ও মোনাজাত করে উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসমা শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তিনি আরও বলেন, ২০১৮ সালের নির্বাচনে ২৩ জন জেলা প্রশাসক দায়িত্বে ছিলেন তাদের জনপ্রশাসন মন্ত্রণালয় অবসর দিয়েছেন। এছাড়া ১৮ সালে যে সকল পুলিশ সুপার দায়িত্বে ছিলেন তাদেরও অবসরে পাঠানোর প্রক্রিয়া চলমান।

ওমরা হজের টিকেট নিয়ে তিনি বলেন, কিছু সংখ্যক লোক একটা সিন্ডিকেশন করে রমজান মাসে সমস্ত টিকেট বুক করে রেখেছে। কেউ যেন ওমরা হজের টিকিটের দাম বেশি নিতে না পারে সেজন্য আমরা মিটিং করে নিয়ম জারি করেছি। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের মাধ্যেমে প্রচারও করেছি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে ইসলামি জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে উপজেলার বিহাকোল বাজারে গণপূর্ত বিভাগের বাস্তবায়নে সরকারি অর্থায়নে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে ১৫৬ ফুট দৈর্ঘ্য ও ৭৮ ফুট প্রস্থের জায়গার ওপর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। নান্দনিক এ মডেল মসজিদে নারী ও পুরুষের আলাদা প্রবেশ পথসহ নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও পুরুষ, মহিলা, অক্ষম ও বয়স্কদের অজু ও নামাজ আদায়ের সুব্যবস্থা, ইসলামিক গবেষণা কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ইমাম প্রশিক্ষণ, হজযাত্রী নিবন্ধন, ইসলামিক রিসার্চ সেন্টার, অটিজম কর্নার, এতিমখানা, মৃতদেহ গোসল, ইসলামিক লাইব্রেরি ও ইসলামি বই বিক্রয় কেন্দ্র ছাড়াও সংশ্লিষ্ট মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের আবাসন ব্যবস্থাসহ গেস্ট রুম, কনফারেন্স রুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। মসজিদটিতে ৯০ ফুট উচ্চতার একটি মিনার ও চারটি গম্বুজ রয়েছে।