ব্যবসা-বাণিজ্যে সরকারের ভূমিকা হওয়া উচিত সহায়তামূলক: মোহা. নূর আলী

নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৯
শেয়ার :
ব্যবসা-বাণিজ্যে সরকারের ভূমিকা হওয়া উচিত সহায়তামূলক: মোহা. নূর আলী

ব্যবসা-বাণিজ্যের প্রসারে সরকারের ভূমিকা সহায়তামূলক হওয়া উচিত বলে মনে করেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং নূর আলী ফ্যামিলি ট্রাস্ট ও সেলিনা নূর চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নূর আলী। আজ শনিবার দেশের অন্যতম জনকল্যানমূলক ও সমাজসেবা প্রতিষ্ঠান নূর আলী ফ্যামিলি ট্রাস্ট ও সেলিনা আলী চ্যারিটেবল ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর বনানীতে বোরাক মেহনুরে নূর আলী ফ্যামিলি ট্রাস্ট ও সেলিনা নূর চ্যারিটেবল ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি জনকল্যানমূলক ও সমাজসেবা প্রতিষ্ঠান হিসেবে নূর আলী ফ্যামিলি ট্রাস্ট ও সেলিনা নূর চ্যারিটেবল ফাউন্ডেশন যাত্রা শুরু করে। ইতোমধ্যে ট্রাস্টের কার্যক্রম এগিয়ে চলেছে। অসহায়, অসচ্ছল ও হতদরিদ্রদের সহায়তার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইউনিক গ্রুপ ও এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোর সহায়তায় ট্রাস্টের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইউনিক গ্রুপের এমডি ও ট্রাস্টের চেয়ারম্যান মোহা. নূর আলী বলেন, ‘যেকোনো ব্যবসা বা শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রমের পাশাপাশি জনকল্যাণ ও সমাজসেবা গুরুত্বপূর্ণ। ইউনিক গ্রুপ অনেক পরিশ্রম, মেধা, সততা এবং ত্যাগ-তিতীক্ষার মাধ্যমে আজকের পর্যায়ে এসেছে। এই প্রতিষ্ঠানটি আগামী দিনে সুদীর্ঘকাল জনকল্যাণমূলক কাজের মাধ্যমে যাতে সুপ্রতিষ্ঠিত হয়, তারই প্রয়াস হিসেবে তিন বছর আগে নূর আলী ফ্যামিলি ট্রাস্ট ও সেলিনা নূর চ্যারিটেবল ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।’

তিনি বলেন, ‘আমরা বেসরকারিখাতের উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্য পরিচালনা করি, কর্মসংস্থানের ব্যবস্থা করি, দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাই। এখানে সরকারের ভূমিকা হওয়া উচিত সহায়তামূলক। এটাই সিস্টেম হওয়া উচিত। চীন, জাপান, কোরিয়া কিংবা পশ্চিমা উন্নত দেশগুলোতে এই সিস্টেমই কার্যকর, কিন্তু আমাদের দেশে স্বাধীনতার ৫৪ বছরেও আমরা সেই সিস্টেম দাঁড় করাতে পারিনি। এই দীর্ঘ সময়ে ক্ষমতাসীনরা এক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। ‘

মোহা. নূর আলী বলেন, ‘রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি, দুর্বৃত্তায়ন প্রাধান্য পেয়েছে। এই সময়ে দক্ষ, দেশপ্রেমিক ও ইতিবাচক মনোভাবসম্পন্ন আমলাতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি। ফলে আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতি সাধন করতে পারিনি। আমাদের আকাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধ দেশ গড়তে হলে ইতিবাচক মানসিকতাসম্পন্ন আমলা নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘ঘুণেধরা দেশকে পরিবর্তনের জন্য তরুণদের রাজনীতি ও দেশ পরিচালনায় এগিয়ে আসতে হবে। একটি উড়োজাহাজ চালাতে যেমন পাইলট দরকার, তেমনই যেকোনো প্রতিষ্ঠানেও দক্ষ পরিচালক বা পাইলট আবশ্যক। তাহলে প্রতিষ্ঠান এগিয়ে যাবে, শিক্ষিত-মেধাবী তরুণরা আকৃষ্ট হবে। কিন্তু দুঃখজনকভাবে দেখছি, মেধাবী, শিক্ষিত, সৃষ্টিশীল যুবসমাজ হতাশ। তারা বিদেশে পাড়ি দিচ্ছে। কারণ অসৎ ও দুর্বৃত্তরা সর্বক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ খুবই জরুরি।’

নূর আলী ফ্যামিলি ট্রাস্ট ও সেলিনা নূর চ্যারিটেবল ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিক গ্রুপের গ্রুপ সিইও ও ট্রাস্টের সিইও সৈয়দ ছানোয়ারুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রাস্ট্রের ভাইস চেয়ারম্যান সেলিনা আলী, ট্রাস্টি বোর্ডের সদস্য নাবিলা আলী ও খালিদ নূর, অতিথি নাজমুল হোসাইন ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ খান, ইউনিক গ্রুপের প্রধান উপদেষ্টা ড. খোন্দকার শওকত হোসেন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সিইও মোহাম্মদ শাখাওয়াত হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিক গ্রুপ ও এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কেটে নূর আলী ফ্যামিলি ট্রাস্ট ও সেলিনা নূর চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

উল্লেখ্য, নূর আলী ফ্যামিলি ট্রাস্ট ও সেলিনা নূর চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার নবাবগঞ্জের চুরাইনে ‘সেলিনা নূর-বাডাস ফাউন্ডেশন হাসপাতাল’ প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে। অচিরেই হাসপাতালটি চালু হবে। এছাড়া বিধবা, অসহায়দের আর্থিক সহায়তা, মেধাবীদের বৃত্তি প্রদান কার্যক্রমসহ জনহিতকর কর্মসূচি অব্যাহত রয়েছে।