ঢাকা প্রিমিয়ার লিগে নাম লেখালেন সাকিব

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৫
শেয়ার :
ঢাকা প্রিমিয়ার লিগে নাম লেখালেন সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। রাজনীতিতে নাম লেখানোই কাল হয়ে আসে তার জন্য। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চাপে আছেন তিনি। হত্যা মামলাও হয়েছে তার নামে।

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চেয়েও পারেননি সাকিব। দুবাই পর্যন্ত এসেও  ‘প্রতিকূল পরিস্থিতি’র কারণে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছিল তাকে। বিপিএলে চিটাগং কিংস তাকে দলে নিলেও খেলাতে পারেনি।

মাঠের বাইরের ব্যাপার তো আছেই, মাঠের ক্রিকেটেও সাকিবের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। বোলিংয়ে নিষেধাজ্ঞা পাওয়ায় তিনি খেলতে পারবেন শুধুই ব্যাটার হিসেবে। এতসব ঘটনার পর ক্যারিয়ার অনিশ্চয়তার দিকে থাকলেও আজ শনিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নাম লিখিয়েছেন তিনি। 

আগামী মাসে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগে বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ককে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ দলবদলের প্রথম দিনে অনলাইনে কাগজপত্র জমা দিয়েছেন সাকিব। দলে পেলেও শেষ পর্যন্ত তিনি খেলতে পারবেন কি না সেটি নিয়ে রয়েছে শঙ্কা। গত আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছিলেন সাকিব।