বদরগঞ্জে অগ্নিকাণ্ডে বাড়িঘর ভষ্মিভূত
রংপুরের বদরগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের চার বাড়িঘর পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে।
গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নের পশ্চিম ঝাড়পাড়া গ্রামে এঘটনা ঘটে।
গ্রামবাসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই গ্রামের আমজাদ হোসেন রাতের খাবার খেয়ে স্বপরিবারে ঘুমিয়ে পড়েন। তারা মধ্যরাতে এক বিকট শব্দে ঘুম থেকে জেগে উঠে দেখতে পান তাদের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে আমজাদ হোসেন, তার ছেলে আজিজুল হক ও তার বৃদ্ধ শাশুড়ি জাহেদা খাতুনের চারটি ঘরবাড়ি, ঘরের আসবাবপত্র, দুটি গাভী গরু, তিনটি ছাগল ও হাস মুরগী পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে করে তাদের প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ প্রসঙ্গে ওই গ্রামের আশিকুর রহমান জানায়, ভুক্তভোগীদের চিৎকার শুনে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। কিন্তু আগুনের প্রচন্ড তাপের কারণে লোকজন কাছাকাছি গিয়ে আগুন নেভাতে পারেননি। ততক্ষণে ঘরবাড়িসহ সব কিছু পুড়ে গেছে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে বদরগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির ঘটনা শোনার পর ক্ষতিগ্রস্থ পরিবারকে কম্বল ও কিছু চাল দেওয়া হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘আপাতত উপজেলা পরিষদের ফান্ডে কোনো অর্থ নেই। তবে তারা লিখিতভাবে আবেদন করলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিষয়টি বিবেচনা করা হবে।’