বকেয়া বেতনের দাবিতে সাভারে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৯
শেয়ার :
বকেয়া বেতনের দাবিতে সাভারে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়ায় এলাকায় বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা দাবী আদায়ে ঢাকা– মানিকগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যানচলাচর।

বেলা সাড়ে ১১ টার দিকে তারা এই বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকরা জানান, গত দু’মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার অভ্যন্তরে প্রতিবাদ জানালেও বকেয়া পরিশোধে কার্যকর ব্যবস্থা নেয়নি বসুন্ধরা গার্মেন্টস কর্তৃপক্ষ।

শ্রমিকরা আরও জানান, এর আগেও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে নেমেন এসেছিলেন তারা। সে সময় সেনাবাহিনী দ্রুততম সময়ের সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নেন। কিন্ত তা সত্বেও মালিকপক্ষ বেতন পরিশোধ নিয়ে টালবাহানা শুরু করলে আজ শনিবার আবার সড়কে নেমেন আসে শ্রমিকরা।

অবরোধের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকরা তাদের বকেয়া পাওনার জন্য সড়ক অবরোধ করে রেখেছেন। তবে আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু মালিকপক্ষের কেউ না থাকায় শ্রমিকদের সমস্যার সমাধান করা এখনো সম্ভব হয়নি।’