প্রত্যেক মানুষের জীবনে এই সময়টা আসা দরকার: পরীমণি
সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি মন দিয়েছেন ব্যবসাতেও। মাতৃত্বকালীন সময়ে মা ও বাচ্চাদের প্রয়োজনীয় সব পণ্য নিয়ে অনলাইনে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন এই চিত্রনায়িকা। ফেসবুকে এখন নিয়মিত ব্যবসার প্রচারণা চালিয়ে যাচ্ছেন পরী। সঙ্গে প্রকাশ করছেন অভিনয় ও ব্যক্তিজীবনের নানা কথাও।
তারই ধারাবাহিকতায় এবার পরীমণি ফেসবুকে লিখলেন নিজের অভিজ্ঞতার কথা। নায়িকার কথায়, ‘এই একজীবন যে কত অভিজ্ঞতার! একা ১ জন হয়ে ১০০ জনের কাজ/ দায়িত্ব সামলানো কি যে নিদারুণ সুন্দর! আপনি ভাববেন, এই তো কত মানুষ আছে আপনার কাছে। আপনি যেমন থাকেন সবার হয়ে…। কিন্তু বিশ্বাস করেন, শুধু একবার অসুস্থ বা কোনো কারণে কাউকে ভিষণ প্রয়োজন হয়ে উঠুক আপনার, ঠিক তখনই দেখবেন আপনি একা। একদমই একা।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সবার জীবনে এই সময়টা আসুক উল্লেখ করে পরী বলেন, ‘প্রত্যেকটা মানুষের জীবনে এই সময়টা আসা দরকার। যত তাড়াতাড়ি আসবে আর আপনার এমন উপলব্ধি যত তাড়াতাড়ি হবে ততই ভালো। আপনার ভালো সময় উদযাপন বা উপভোগের লোকের যেমন অভাব পরে না ঠিক, তেমনি আপনার নিজের দরকারে আপনি আপনার একাই সব এটা বুঝে যাওয়া জীবনের সবচেয়ে দারুণ ব্যাপার।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সবশেষে পরীমণি বলেন, ‘এখানে একবার আপনি উতরে গেলেন, তো কে ঠেকায় আপনাকে আর…।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’