ছয় ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছেন ৬০২ ফিলিস্তিনি
গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৬০২ জন ফিলিস্তিনি কারাবন্দীকে ছেড়ে দিচ্ছে ইসরায়েল, বিনিময়ে ছয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। আজ শনিবার তারা মুক্তি পাচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দীবিনিময় চলছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ছয় ইসরায়েলিকে ছাড়বে হামাস। এর বিনিময়ে ইসরায়েল থেকে মুক্তি পাবেন ৬০২ ফিলিস্তিনি। এটি হবে ১৯ জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপের সপ্তম বন্দী বিনিময়।
জিম্মিদের মধ্যে চারজন- এলিয়া কোহেন (২৭), তাল শোহাম (৪০), ওমর শেম তোভ (২২) এবং ওমর ওয়েনকার্ট (২৩)। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাসের বন্দুকধারীরা তাদের ধরে নিয়ে যায়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
অপর দুজন হিশাম আল-সায়েদ (৩৬) এবং আভেরা মেঙ্গিস্তু (৩৯)। প্রায় এক দশক আগে অজ্ঞাত পরিস্থিতিতে গাজায় প্রবেশ করার পর থেকে হামাস তাদেরকে আটক করে।
এই ছয়জন হামাসের হাতে থেকে বন্দীর মধ্যে শেষ জীবিত সদস্য, যাদের ইসরায়েল ও হামাস প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি দিতে সম্মত হয়েছিল।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
হামাস কর্মকর্তাদের মতে, ইসরায়েলি বন্দীদের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ হস্তান্তর করা হবে।এর পরিবর্তে ইসরায়েল শনিবার মোট ৬০২ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, যাদের মধ্যে অনেকে কয়েক দশক ধরে কারাবন্দী রয়েছেন।
হস্তান্তরের নির্দিষ্ট স্থান এখনো প্রকাশ করা হয়নি।তবে সাম্প্রতিক বিনিময়গুলো গাজার দক্ষিণের খান ইউনিসে হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস