ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী নিহত
ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৯ জন।
দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ফায়ারফাইটার ও স্থানীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাসিটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। এটি ইউনিফ্রান নামেও পরিচিত।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্থা ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে ভুক্তভোগীদের বন্ধু ও পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।
রাজ্যের দমকল বাহিনী সামাজিক মাধ্যমে জানিয়েছে, বাস দুর্ঘটনায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এপির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়।