আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৭
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শনিবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বাণিজ্য উপদেষ্টার কর্মসূচি:

ত্রয়োদশ যাকাত ফেয়ার ২০২৫- এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বেলা ১১টায় গুলশান- তেজগাঁও লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টারে এ কর্মসূচি শুরু হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার কর্মসূচি:

মহান স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর এম. এ. জি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। বিকেল সাড়ে ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হবে।

বিএনপির কর্মসূচি:

রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্তি বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানায় কর্মশালা অনুষ্ঠিত হবে। সারুলিয়া গরুর হাটে দুপুর ২টায় এ কর্মশালা শুরু হবে।

বৈষম্যবিরোধীদের নতুন ছাত্রসংগঠন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করবে নতুন ছাত্রসংগঠন। নাম চূড়ান্ত না হলেও কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব প্রায় চূড়ান্ত করা হয়েছে।