এবার নুহাশ হুমায়ূন পর্দায় আনছেন তিন তারকাকে

ওটিটি

বিনোদন সময় প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শেয়ার :
এবার নুহাশ হুমায়ূন পর্দায় আনছেন তিন তারকাকে

জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন তিন অভিনেতা ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু। কমেডি চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয় তারা। দীর্ঘদিন তাদের একসঙ্গে নিয়ে কোনো নির্মাতা কাজ করেননি। ১১ বছর পর এবার সেই আক্ষেপ ঘোচাতে যাচ্ছেন নুহাশ হুমায়ূন।

নুহাশ হুমায়ূনের পরিচালনায় নতুন এই প্রজেক্টের নাম ‘ওরা তিনজন’। বাবার জনপ্রিয় এই ত্রয়ীকে নাটক আকারে নয়, পাঁচ পর্বের ছোট গল্পে পর্দায় আনছেন হুমায়ূনপুত্র। জানা গেছে, এই তিনজনকে নিয়ে এরই মধ্যে গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে। কাজটির জন্য লন্ডন থেকে সম্প্রতি দেশে এসেছেন স্বাধীন খসরু। কনটেন্টটি কোনো ইউটিউব চ্যানেলে নয়, স্ট্রিমিং হবে দেশের জনপ্রিয় একটি ওটিটিতে।