খিলগাঁওয়ে আগুন লাগার পর বিস্ফোরণ, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

অনলাইন ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৩
শেয়ার :
খিলগাঁওয়ে আগুন লাগার পর বিস্ফোরণ, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশে থাকা একটি স-মিল ও গাড়ি মেরামতকারী একটি গ্যারেজে (ওয়ার্কশপ) আগুন লাগার পর বিস্ফোরণ ঘটেছে। আজ শুক্রবার রাত ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

মাসুম অটো মোবাইলস গ্যারেজের মালিক মো. মাসুম বলেন, ‘আগুন লাগার ঘটনা কীভাবে ঘটেছে জানি না। আমি খবর পেয়েছি আগুন লাগার পর। আমাদের অটোমোবাইলস গ্যারেজ মালিক সমিতির একটি পিকনিক ছিল ৩০০ ফিট এলাকায়। এই এলাকায় সব গ্যারেজ মালিক সেই অনুষ্ঠানে ছিল। অনুষ্ঠানে থাকা অবস্থায় আমরা জানতে পারি যে আগুন লেগেছে। আমার গ্যারেজে মেরামতের জন্য সাতটি গাড়ি ছিল। সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে।’

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, তালতলা মার্কেটের পাশে স-মিলে ও পরে ওয়ার্কশপে আগুন লাগে। পরে কয়েকটি বিকট শব্দ হয়। ধারণা করা হচ্ছে গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, খিলগাঁওয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে ১১টি ইউনিট কাজ করছে। বিস্তারিত এখনো কিছুই জানা যায়নি। তবে গাড়ির গ্যারেজে ও স-মিলে দুই জায়গায় আগুনের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার সময় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিট পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।