মুসলিম হওয়ায় ট্রলের শিকার, সেই ঘটনায় মুখ খুললেন শামি

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭
শেয়ার :
মুসলিম হওয়ায় ট্রলের শিকার, সেই ঘটনায় মুখ খুললেন শামি

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদশকে উড়িয়ে দেওয়ার পথে ভারতের হয়ে বিশাল ভূমিকা রেখেছেন পেসার মোহাম্মদ শামি। দুরন্ত বোলিংয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। গত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও দেশের হয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স এই ডানহাতি পেসারের। তবে সাফল্যের পথটা সহজ ছিল না শামির জন্য। 

যেই দুবাইতে গতকাল বাংলাদেশকে খাবি খাইয়ে নায়ক হয়েছেন শামি, সেখানেই একসময় হয়েছিলেন ব্যাপক আক্রমণের শিকার। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্যবস্তু বানায় ভারত সমর্থকরা। ভারতের ১০ উইকেটে হারের সেই ম্যাচে মাত্র ৩ ওভার ৫ বলেই ৪৩ রান হজম করেছিলেন শামি। মুসলিম হওয়ায় সেসময় ব্যাপক আক্রমণের মুখে পড়েন তিনি। যদিও অধিনায়ক বিরাট কোহলিসহ অন্যান্য ক্রিকেটাররা পাশে দাঁড়িয়েছিলেন এই পেসারের। 

বাজে সেই অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে শামি বলেন, ‘বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম এমন একটা জিনিস যেটা আপনার মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে আমি এসব নিয়ে ভাবতে চাই না। মানুষ আপনার পারফরম্যান্স দিয়ে আপনাকে মনে করবে এবং সমালোচনাও করবে। তবে আমি ক্রিকেটার এবং খেলোয়াড় হিসেবে মনে করি, কারো খুব বেশি পেছনে তাকানো উচিত না; বর্তমানে থাকো এবং ভবিষ্যতের কথা ভাবো।’

ইনজুরির কারণে জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণের নেতা শামি। যদিও দীর্ঘদিন ইনজুরির কারণে তিনিই দলের বাইরে ছিলেন। ২০২৩ সালের বিশ্বকাপের পর গত বছরের শেষ দিকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তিনি। 

২০২৩ সালের বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে শামিই ছিলেন দলের সেরা বোলার। ইনজুরি সম্পর্কে এই তারকা বলেন, ‘গত ১৪ মাস খুব কঠিন ছিল। নতুন করে সবকিছু শুরু করতে হয়েছে আমাকে। কিন্তু আমি আত্মবিশ্বাস ফিরে পেতে কিছু ঘরোয়া ম্যাচ ও চারটি আন্তর্জাতিক ম্যাচ (ইংল্যান্ডের বিপক্ষে) পেয়েছি।’

আইসিসি টুর্নামেন্টে ভারতের হয়ে সবচেয়ে ৬০ উইকেট এখন শামির। তিনি পেছনে ফেলেছেন জহির খানকে (৫৯)। ব্যাপারটি নিয়ে শামি বলেন, ‘আমি সবসময়ই, বিশেষ করে আইসিসি ইভেন্টে চেষ্টা করি...আমি যদি অনেক রানও দেই, আমি যাতে কিছু উইকেট পাই।’