দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫১
শেয়ার :
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর দেশের গুরুত্বপুর্ন ও ব্যস্ততম নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৫টার সময় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে রাত ৩টার সময় পুরো নৌরুট কুয়াশার চাদরে ঢেকে গিয়ে নৌযান চলাচল ঝুকিপুর্ন হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে আজ শুক্রবার সকাল সাড়ে ৫টার সময় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।