একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের অনুষ্ঠান
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ক্লাব চত্বরে কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেন ও সঞ্চালনায় শামীমা চৌধুরী।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ক্লাবের সদস্য কবিগণ স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন। এ সময় কবিতা পাঠ করেন ক্লাব সভাপতি হাসান হাফিজ, সিনিয়র সদস্য আতাহার খান, কাজিম রেজা, কামরুজ্জামান, মাহবুবা চৌধুরী, তারিফ রহমান, আনিস আলমগীর, মোঃ শফিক-উল-ইসলাম (মাহমুদ শফিক), আবদুল হাই শিকদার, জাহাঙ্গীর ফিরোজ, আবু সালেহ, মোহাম্মদ আবু সায়ীদ (সায়ীদ আবদুল মালিক), অন্জন রহমান, জান্নাতুল ফেরদৌস পান্না, নাজমুল হাসান, মাহমুদুল হক জাহাঙ্গীর, আইয়ুব আনসারী, মাহমুদ হাফিজ, কামার ফরিদ, শাহীন চৌধুরী, ভানুরঞ্জন চক্রবতীর্, মীর লুৎফুল কবীর সাদী, মোশাররফ হোসেন ইউসুফ, মুজতাহিদ ফারুকী, করিম রেজা, বজলুল রায়হান, সালাম জুবায়ের, শাহীন রেজভী, রফিক হাসান, আনওয়ারুল কবীর বুলু, মাহবুব হাসান, আলী মামুদ, আবদুল মান্নান, মাসুদ হাসান, জীবন ইসলাম, সুকুমার সরকার, হুমায়ুন কবীর মুজিব (হুমায়ুন মুজিব), নূরুল ইসলাম খোকন, শিবুকান্তি দাশ, দেলোয়ারা ইসলাম, সালাম ফারুক, হামিদ মোহাম্মদ জসিম, জাকির আবু জাফর, রফিক লিটন, সাহাদত হোসেন খান, সিদ্দিকুর রহমান, মাহাবুবুর রহমান, মজিদুর রহমান বিশ্বাস শাহনাজ বেগম পলি, শামীমা চৌধুরী, কাজী রওনাক হোসেন, রেজাউল করিম মসিউর রহমান রুবেল, হামিদ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, সদস্য শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বুলবুল ললিতকলা একাডেমি (বাফা), সরগম সাংস্কৃতিক দল, উদ্ভাস নৃত্যকলা একাডেমি ও শহীদ সাংস্কৃতিক দল।