যুবকের দুই হাতের কব্জি কেটে দিল দুর্বৃত্তরা
হাসপাতালে চিকিৎসাধীন আশরাফুল। ছবি: আমাদের সময়
পাবনার সাঁথিয়ায় আশরাফুল (৩২) নামের এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্সচেন্জ অফিসের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আশরাফুল সাঁথিয়া কলেজ পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি চুরি, ডাকাতি, মারামারিসহ ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
তাকে সাঁফিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, আশরাফুল একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় ৯টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।