বেসরকারি প্রাথমিক শিক্ষকদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ
সুপ্রিম কোর্টের সামনে কদম ফোয়ারা মোড় অবরোধকারী প্রাথমিক শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ। বৈষম্যের শিকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো চিঠি দ্রুত বাস্তবায়নের দাবিতে এ অবরোধ করেছিলেন তারা।
জানা যায়, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে বিক্ষোভের পর কদম ফোয়ারা মোড় অবরোধ করেন শিক্ষকরা। এতে কাকরাইল, শাহবাগ, প্রেসক্লাব এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেলের দিকে তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আন্দোলনরত শিক্ষকরা জানান, তাদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে সচিবালয়ে গিয়েছেন। তাই তারা সড়ক অবরোধ তুলে নিয়েছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?