রোজা ভাঙিয়ে ভুক্তভোগীর স্ত্রীকে ধর্ষণ করেন র্যাবের সাবেক কর্মকর্তা আলেপ
র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এক ব্যক্তিকে গুম করে তার স্ত্রীকে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছেন বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিভিন্ন জনের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে বলতে গিয়ে তাজুল ইসলাম বলেন, ‘অ্যাডিশনাল এসপি, র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের (বিরুদ্ধে) অভিযোগ সবচাইতে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম ও নির্যাতন করার সঙ্গে জড়িত। আজকে এই ট্রাইব্যুনালে আপনারা দেখেছেন, অনেকেই আমার পেছনে দাঁড়িয়ে আছেন, যাদেরকে আলেপ উদ্দিন অপহরণ করে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল। ’
তিনি বলেন, ‘তাদেরকে (ভুক্তভোগী) নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল, ইলেক্ট্রিক শক দেওয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানো, বিদ্যুায়িত করা এবং সবচেয়ে মারাত্মক যেটা করেছিলেন যে একজন আসামিকে গুম করে রাখা অবস্থায়, তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয়পড়ুয়া স্ত্রীকে, তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে, একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য-প্রমাণাদি আমাদের কাছে এসেছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা এগুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এরকম নিষ্ঠুর ও জঘন্যতম অপরাধী যারা তাদের ব্যাপারে তদন্ত পরিচালনা করতে সময় লাগবে, কারণ প্রতিনিয়তই নতুন নতুন ভিকটিম আমাদের কাছে তাদের অভিযোগগুলো নিয়ে আসছেন এবং তাদের বক্তব্য, তাদের তথ্য কালেকশন করার জন্য আমাদের সময় দরকার। এই সময় শেষ হলে যথাসময়ে তাদের ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করে তাদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে যাতে শুরু করা যায় সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দিন-রাত কাজ করছে।’