আজও ঢাকার বাতাসে দূষণ
বায়ুদূষণে আক্রান্ত মানুষ চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যেই রাজধানী ঢাকাতে বাস করছে। অনিরাপদ বাতাস গ্রহণের ফলে প্রতিনিয়তই শ্বাস-প্রশ্বাসজনিত রোগে ঢাকার হাসপাতালগুলোতে ভিড় বেড়েই চলেছে।
ঘনবসতি এবং যানবাহন ও শিল্পকারখানার কালো ধোঁয়ায় আচ্ছন্ন বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে প্রায় প্রতিদিনই প্রথমদিকের সারিতে জায়গা করে নিচ্ছে ঢাকা শহর। আজও এর ব্যতিক্রম ঘটেনি।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটের আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়তে। ঢাকার দূষণ স্কোর রেকর্ড হয়েছে ১৯৬। অর্থাৎ আজও ‘খুবই অস্বাস্থ্যকর’ বাংলাদেশের রাজধানীর বাতাস।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
১৯৯ স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে ভিয়েতনামের শহর হ্যানয়। তৃতীয়তে আছে ভারতের দিল্লি, স্কোর ১৮৪। এরপর ১৮২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে নেপালের কাঠমন্ডু। আর পঞ্চম অবস্থানে আছে উগান্ডার কাপালা শহর, স্কোর ১৭২।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আজ এখন পর্যন্ত সবশেষ রেকর্ড অনুযায়ী, বিশ্বের কোনো শহরের দূষণ স্কোর ২০০ ছাড়ায়নি।
মূলত, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। আর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।