মধ্যরাতে মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান, নিহত ২
রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে।গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে বসিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম জুম্মন (২৫)। তাকে সন্ত্রাসী বলছে পুলিশ ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌথবাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এসআই মোমিন বলেন, গতকাল মধ্যরাতে যৌথবাহিনীর কাছে তথ্য আসে যে- চাঁদ উদ্যানের লাউতলায় কিছু শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। এমন খবরের পরিপ্রেক্ষিতে যৌথবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এভাবে দুই থেকে তিন মিনিট গোলাগুলি হয়। একপর্যায়ে পাঁচজন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করে।
এ সময় তাদের দুই সহযোগীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। একই সঙ্গে তাদের কাছ থেকে একটি রিভলবার ও কিছু গুলি পাওয়া যায়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আটক পাঁচজনকে থানায় আনা হয়েছে। গুলিতে নিহত দুই ব্যক্তির সুরতহালের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।