অন্তর্বর্তী সরকারের সময়েই সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি হবে: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৪
শেয়ার :
অন্তর্বর্তী সরকারের সময়েই সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি হবে: আইন উপদেষ্টা

অন্তবর্তী সরকারের সময়েই সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ বুধবার রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনী কান্তি ভট্টশালী গ্যালারিতে সাগর-রুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিকবারেও সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের প্রতিবেদন না হওয়া শঙ্কার ও দুঃখজনক।’

প্রতিযোগিতায় ৯০ জন ফটো সাংবাদিক অংশ নেন। তাদের মধ্য থেকে তিনজনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ছবিতে আওয়ামী লীগ সরকারের আমলের মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়।