অন্তর্বর্তী সরকারের সময়েই সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি হবে: আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ফাইল ছবি
অন্তবর্তী সরকারের সময়েই সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ বুধবার রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনী কান্তি ভট্টশালী গ্যালারিতে সাগর-রুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিকবারেও সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের প্রতিবেদন না হওয়া শঙ্কার ও দুঃখজনক।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রতিযোগিতায় ৯০ জন ফটো সাংবাদিক অংশ নেন। তাদের মধ্য থেকে তিনজনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ছবিতে আওয়ামী লীগ সরকারের আমলের মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?