কিছু দল কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগের কোলে থাকে: আলাল
কিছু দল বার বার কোল বদল করে। কিছুদিন বিএনপির কোলে আবার কিছুদিন আওয়ামী লীগের কোলে থাকে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। আজ বুধবার বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,‘কিছু দল বারবার কোল বদল করে। তারা কিছুদিন বিএনপির কোলে আবার কিছুদিন আওয়ামী লীগের কোলে থাকেন। তাদের রাজনীতি নিয়ে খেলা বন্ধ করতে হবে। তাদের বলব, দয়া করে একটা জায়গায় স্থির হন। ’
জনসমর্থন ও রাজনৈতিক সহায়তা থাকার পরও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বর্তমান অর্ন্তবর্তী সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘বাণিজ্য উপদেষ্টা চাইলেই এটি করতে পারেন। একটু আন্তরিক হলেই এটি সম্ভব। কিন্তু রহস্যজনক কারণে তিনি যথেষ্ট আন্তরিক নন। দাম কমাতে না পারলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। ’
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘এটি সরকারের প্রধান ব্যর্থতা, তবে আইনশৃঙ্খলাসহ আরও অনেক ব্যর্থতা আছে। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা যথেষ্ট দক্ষ নন। তাদের অনুরোধ করব, যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণের। কোনো বিশেষ উদ্দেশ্যে কাউকে নিয়োগ দেওয়া বা ধরে রাখার চেষ্টা হচ্ছে কিনা সেই তদন্তও করতে হবে। কারণ দেশে ফ্যাসীবাদি ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তারা যেন বর্তমান সরকারের ওপর ভর করতে না পারে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা এখন আওয়ামী লীগের নেত্রী না। তিনি তার পরিবারের নেত্রী। তাই পরিবারের সবাইকে নিয়ে দেশ ছেড়েছে। তাদের পরিবারের কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আওয়ামী লীগাদের এটি বুঝতে হবে এবং তওবা করতে হবে।’
সাংবাদিকদের তিনি বলেন, ‘কুয়েট বা অন্য যেকোনো স্থানে বিএনপির কেউ অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে বিএনপি একটি বড় দল তাতে ছোট-বড় ঘটনা থাকবে।’
সংস্কার প্রস্তাব বিএনপির দেওয়া দাবি করে তিনি বলেন, ‘২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন এই সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। সেদিক থেকে আমরাই সংস্কারের পাইওনিয়ার। তবে বেশিরভাগ সংস্কার করতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে। এ জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অসম্ভব।
এর আগে সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলে দলে নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদীর লুনা, সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদান হোসেন চৌধুরীসহ আরও অনেকে।