বিপ্লবী সরকারের ডাক দেওয়া থেকে সরে দাঁড়ালেন কাফি
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। ছবি: আমাদের সময়
জুলাই বিপ্লবের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলা কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বিপ্লবী সরকারের ডাক দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন।
তিনি বলেন, আমার দেওয়া ৭ দিনের আল্টিমেটাম শেষ হলেও কোনো সূরাহা হয়নি এবং এটা দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্যই সিআইডিতে মামলা ট্রান্সফার করা হয়েছে। ইতোমধ্যে ইনভেস্টিগেশন করা শুরু করছে সিআইডি। তাই আমি এ সিদ্ধান্তের বিষয়ে আরও সময় নিয়েছি।
তিনি আরও বলেন, আর মাত্র ২ দিন পর ২১ ফেব্রুয়ারি, এই দিনটি সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি আপাতত আরও কিছু সময় নিব, তবে আমি রবিবার পটুয়াখালী ডিসি অফিসের সামনে আবারও সংবাদ সম্মেলন করে সবাইকে বিস্তারিত আপডেট দিব।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছিল। আমরা মামলাটি গুরুত্ব সহকারে আমলে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছিলাম। পরে তা অধিকতর ইনভেস্টিগেশন করার জন্য সিআইডিতে ট্রান্সফার করা হয়েছে। আপাতত এইটুকু তথ্যের সঙ্গে আমি আপডেট আছি।
উল্লেখ্য, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি গত ১২ ফেব্রুয়ারি রাত ২টা ১৫ মিনিটের সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। সেই সময়সীমার মধ্যে ঘর পুনঃনির্মাণ এবং অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দেন।