সাবেক এমপি সালাহউদ্দিন দুই দিনের রিমান্ডে

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৫
শেয়ার :
সাবেক এমপি সালাহউদ্দিন দুই দিনের রিমান্ডে

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ বুধবার সকালে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সালাহউদ্দিন মিয়াজীকে তোলা হয়। গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। তবে বিচারক মো. ফারুক আযম তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাকের সদর থানায় নেওয়া হয়। 

ঝিনাইদহ কোর্ট পুলিশের পরিদর্শক মো. মুক্তার হোসেন জানান, ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় দায়ের করা নাশকতা মামলার আসামি সালাহউদ্দিন মিয়াজী। আজ তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঝিনাইদহ আদালতে হাজির করে পুলিশ।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের ‘শ্যামলছায়া’ পার্কে অবরুদ্ধ করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। সে সময় আইনশৃঙ্খলা বাহিনী এসে তাকে হেফাজতে নেয়। রাতেই যশোর কোতোয়ালি থানা থেকে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ সদর থানায় আনা হয়। তাকে ২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

সালাউদ্দিন মিয়াজী ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবের দায়িত্ব পালন করেন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি যশোর শহরের রেলগেটে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তার আত্মীয়-স্বজনদের দিয়ে মহেশপুরে কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষ শুরু করেন। এছাড়া সরকার থেকে বরাদ্দ করা এক হাজার হাঁস জনগণকে না দিয়ে নিজের খামারে নিয়ে পালা শুরু করেন বলে অভিযোগ রয়েছে।