মা হচ্ছেন অভিনেত্রী স্বাগতা
বিয়ের এক বছরের মাথায় সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। মা হতে চলেছেন তিনি। গত জানুয়ারিতে স্বাগতা ও হাসান আজাদের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। তখন রাজধানীর একটি কনভেনশন হলে বসেছিল বিবাহবার্ষিকীর আয়োজন। সেখানেই জানা যায়, অন্তসত্বা স্বাগতা।
ওই অনুষ্ঠানে উপস্থিত একাধিক অতিথি জানান, স্বাগতা সন্তানসম্ভবা। শিগগিরই মা-বাবা হতে চলেছেন এই নবদম্পতি।
এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহবার্ষিকীর ছবি প্রকাশ্যে আসলে, সেখানেও স্পষ্ট বোঝা যায় স্বাগতার বেবি বাম্প।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
উল্লেখ্য, গত বছরের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। তার স্বামী একজন লন্ডন প্রবাসী। জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে।
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন
হাসান আজাদও সংগীতের সঙ্গে জড়িত। একাধারে তিনি গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।