বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন চৌধুরী

বিনোদন প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৯
শেয়ার :
বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন চৌধুরী

নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে সম্পর্কে আছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! এমন গুঞ্জন বহুদিনের। অভিনেত্রীর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও বিষয়টি জানেন। সম্প্রতি কথা রটেছে, আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরের একটি রিসোর্টে হচ্ছে তাদের গায়ে হলুদ। পরদিন একই জায়গায় হবে বিয়ের আনুষ্ঠানিকতাও। তবে বিষয়টি নিয়ে বরাবরের মতো এখনও নিশ্চুপ তারা।

এর মধ্যেই সামাজিক মাধ্যমে অভিনেত্রীর পোস্ট অন্য এক জল্পনা উসকে দিয়েছে। এই পোস্টে ‘অর্পা’ ও ‘মারুফ’র বিয়ের দাওয়াত দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহজাবীন লিখেছেন, ‘অর্পা আর মারুফের বিয়েতে দাওয়াত সবাইকে!’ যোগ করে তিনি লিখেছেন, ‘নীল সুখ চলছে বিঞ্জে।’

মূলত ফেসবুক পোস্টটি মেহজাবীন অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’র প্রোমোশনাল পোস্ট। গতকাল মঙ্গলবার রাতেই ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে এটি। যেখানে অর্পা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী আর মারুফ চরিত্রে আছেন অভিনেতা ফররুখ আহমেদ রেহান।

ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘এবার নিখাদ ভালোবাসার গল্প নিয়ে এসেছি। দুটি মানুষের ভালোবাসা, পারিপার্শ্বিক অবস্থা, তাদের বেদনা ও সুখের গল্পই হচ্ছে নীল সুখ। এটি গতানুগতিক ভালোবাসার গল্পের চাইতে একটু আলাদা। তবে কীভাবে আলাদা-সেটা নীল সুখ ওয়েব ফিল্ম দেখলেই জেনে যাবেন দর্শকরা।’

এদিকে বিয়ে ঘিরে সম্প্রতি যে জল্পনা শুরু হয়েছে, মেহজাবীনের পোস্টের মন্তব্যঘরে সেই প্রসঙ্গও তুলে আনছেন নেটিজেনরা। কেউ বলছেন, ‘আপনার বিয়ের দাওয়াত দেন।’ আবার কারো কথায়, ‘আপনাদের বিয়ের দাওয়াত চাই।’