পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল
পঞ্চগড়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পঞ্চগড়ে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা।
গতকাল মঙ্গলবার রাত ৯টায় জেলা শহরের মসজিদ পাড়া পঞ্চগড় গার্লস স্কুলের সামনে থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি পঞ্চগড় ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে, ছাত্রদলের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দেওয়া হয় ওই মশাল মিছিলে।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বযক, সাধারণ শিক্ষার্থী আব্দুল্লাহ মিম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ‘খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রদল। আমাদের অনেক ভাই রক্তাক্ত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে আমাদের ওপর আরও হামলা হলে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।’
এদিকে মঙ্গলবার রাতেই দশটার দিকে একই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় জেলা ছাত্রদল। এদিন রাতে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটির পঞ্চগড় তেতুঁলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় মিছিলে একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর, শিবিরে আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দেওয়া হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা ছাত্রদল। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু সাঈদ, পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ‘খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সংগ্রহকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের ওপর হামলা করেছে ছাত্র শিবির। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা গোপন সংগঠন হিসেবে দীর্ঘদিন পর আত্মপ্রকাশ করেছে। তারা রাজনীতি করুক আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যদি ছাত্রদলের অস্তিত্বের ওপর আক্রমণ করা হয়, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
এদিকে আজ বুধবার বিকেল তিনটায় ছাত্রদলের আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে সমাবেশে জানানো হয়।