ট্রেনের ধাক্কায় বরের গাড়ি ধান ক্ষেতে
সিলেটে আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রায় ৫০ ফুট দূরে ধানি জমিতে গিয়ে পড়েছে একটি মাইক্রোবাস। বরযাত্রার জন্য ফুল দিয়ে সাজানো গাড়িটি অনেকটাই দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন। তবে চালক ছাড়া গাড়িতে আর কেউ ছিল না।
আজ মঙ্গলবার দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রেলস্টেশনের রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিয়ের জন্য সাজানো গাড়িটি যাচ্ছিল বরের বাড়ির উদ্দেশ্যে। পথে উপজেলার রেলস্টেশন রেলক্রসিংয়ে আসা মাত্র গাড়িটি বন্ধ হয়ে যায়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামি পাহাড়িকা ট্রেন কারকে ধাক্কা দিলে রাস্তা থেকে প্রায় ৫০ ফুট দূরে পাশের ধানি জমিতে গিয়ে পরে। এ ঘটনায় আহত কারের চালকে স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাসেদুল হক জানান, আহত চালক বুকে আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।