পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা পাড়ে জনতার ঢল
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা ব্রিজ পয়েন্টে ২ দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে সাধারণ জনগণের ঢল নেমেছে।
আজ মঙ্গলবার শেষ দিনের কর্মসূচিতে সাধারণ জনতারা ‘জাগো বাহে বাঁচাও তিস্তা’ বলে স্লোগান দেন। দিনভর ব্রিজ পয়েন্টে কর্মসূচি চলাকালে হাজারও জনতার উদ্দেশ্যে প্ল্যাকার্ড প্রদর্শন, ঘুড়ি উড়ানো, ভাওয়াইয়া, পালা, জারি, শারি গান পরিবেশন ও নাটক মঞ্চায়ন হয়। এ ছাড়া তিস্তা পাড়ের মানুষদের অংশগ্রহণে হাডুডু, দাড়িয়াবান্ধাসহ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে তুলে ধরা হয় ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে মরা খালে পরিণত হওয়া তিস্তা অববাহিকার লাখ লাখ মানুষের জীবন জীবিকা নিয়ে দুর্দশা চিত্র।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও তিস্তা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুর টিটুল, সহ সভাপতি অধ্যাপক ডা. জিয়াউল হক জিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহম্মেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকসহ আপামর জনতা।