‘আমরা তো আর কচি খুকি নই’
প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় কাজ করেছেন রুনা খান। অভিনয় গুণে শক্ত অবস্থান গড়ে তুলেছেন দর্শক হৃদয়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের রূপ-লাবণ্যও ধরে রেখেছেন এই অভিনেত্রী। চল্লিশের কোটায় এসেও দমে যাননি তিনি।
অভিনেত্রী মনে করেন, বয়স লুকানো যায় না, লুকানোর বিষয়ও না। বয়স উদযাপন করার বিষয়। তবে বাড়তি বয়স নিয়ে অন্যান্য তারকাদের সঙ্গেও তুলনা করা হয় রুনাকে। বিশেষ করে, অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে তুলনা করা হয় এই অভিনেত্রীকে। আর এটিকে ‘বোকা চর্চা’ বলে মনে করেন রুনা খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খান বলেন, ‘আমি এর আগেও একবার বলেছি, জয়া আপা আমার দৃষ্টিতে বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে সবচাইতে অর্জন সমৃদ্ধ, নিবেদিত প্রাণ একজন অভিনয়শিল্পী। আমি মনে করি, একজন শিল্পীর সঙ্গে “তুলনা” জিনিসটাই সুন্দর ব্যাপার না।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
হোক জয়া আহসান কিংবা রুনা খান- চল্লিশ পেরিয়েও এখনও আবেদনময়ী এই তারকারা। এ নিয়ে অবশ্য সমালোচনাও হয়েছে বিস্তর! অভিনেত্রীর কথায়, ‘আমার তো সমালোচনা ভীষণ ভালো লাগে, উপভোগ করি। কখনোই মনে করি না, আমি একটা কাজ করছি মানে সবার ভালো লাগবে। যাদের খুব ভালো লাগবে তারা প্রশংসা করবে, যাদের লাগবে না তারা সমালোচনা করবে; সমালোচনা থেকে কাজটা ভালো করবে।’
তিনি আরও বলেন, ‘জয়া আপা, আমি- আমরা তো আর কচি খুকি নই, মানে আমরা তো ১২-১৪ বছরের খুকি নই! আমাদেরও তো বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। যেটা গঠনমূলক সমালোচনা, সেটা খুব দারুণ ব্যাপার। আমি সেটাকে ভীষণভাবে স্বাগত জানাই।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট