সুনামগঞ্জে মোবাইল মার্কেটে ৪৮ লাখ টাকার মালামাল চুরি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১২
শেয়ার :
সুনামগঞ্জে মোবাইল মার্কেটে ৪৮ লাখ টাকার মালামাল চুরি

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে মোবাইল মার্কেটের তিনটি দোকানের তালা কেটে প্রায় দেড় শতাধিক স্মার্ট মোবাইল ফোন চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার আনুমানিক সকাল ৮টায় জগন্নাথপুর পৌর শহরের প্রাণকেন্দ্র মোবাইল মার্কেটে এ চুরির ঘটনা ঘটে। রাফি টেলিকম (১) রাফি টেলিকম (২) ও এস এ টেলিকম এর নামের তিনটি দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে।

রাফি টেলিকমের মালিক শেখ কামরান জানান, তার দুই দোকানের প্রায় সব মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। সব মিলিয়ে ৩৫/৪০ লক্ষ টাকার মালামাল হবে। 

এদিকে এস এ টেলিকম মালিক সোহেল মিয়া জানান, আমার দোকানসহ আমার পাশের দুইটি দোকানেও চুরি হয়। আমার দোকানের মোবাইল ও নগদ টাকা সহ প্রায় ৭/৮ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

খবর পেয়ে জগন্নাথপুর বাজার তদারক কমিটি সেক্রেটার মোশাহিদ মিয়াসহ ব্যবসায়ীবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বলেন, ‘সকাল আটটায় এ ধরনের চুরির ঘটনা দেখে সবাই অবাক। সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’

জগন্নাথপুর থানার ওসি তদন্ত জয়নাল আবেদীন জানান, চুরির খবর জানতে পেরে মোবাইল মার্কেট পরিদর্শন করেছে জগন্নাথপুর থানা পুলিশ। এ সময় প্রয়োজনীয় আলামতসহ একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।