নানাকে খুঁজে পেলেন অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১২
শেয়ার :
নানাকে খুঁজে পেলেন অভিনেত্রী

নানাকে খুঁজে পাচ্ছে না জানিয়ে গতকাল সোমবার ফেসবুকে একটি পোস্ট করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। জানান, গতকাল মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে তার নানা রহমত উল্লাহ খান হারিয়ে গেছেন। এলাকাজুড়ে মাইকিং করা হয়েছে। যোগাযোগ করা হয়েছে স্থানীয় থানায়ও।

অবশেষে গতকাল রাতেই খোঁজ মিলেছে রহমত উল্লাহ খানের। রাত ১১টার দিকে পরিবার গিয়ে তাকে বাসায় নিয়ে আসেন। ফেসবুকে নিখোঁজ খবরটি দেখার পর সর্বস্তরের মানুষ সেটি শেয়ার করেন, যার কারণে অভিনেত্রী তার নানাকে সহজেই খুঁজে পেয়েছেন বলে জানান হিমি। এজন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

এক ফেসবুক পোস্টে হিমি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার নানাকে পাওয়া গিয়েছে। নাজমুল হোসেন আকাশ আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট দেখে যোগাযোগ করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই সাহায্য করার জন্য।’

এর আগে নানার নিখোঁজ হওয়ার খবরটি জানিয়েছে হিমি বলেন, ‘আমার নানার ভুলে যাওয়ার অসুখ আছে। খুব কমন বিষয়গুলোও তিনি ভুলে যান। আজ (গতকাল) সকাল থেকে উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোরে নামাজ পড়তে বাসা থেকে বের হন তিনি। গ্রামের বাড়ি ও মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি এলাকাজুড়ে মাইকিং করা হয়েছে। কিন্তু এখনও তার সন্ধান পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘নানার বয়স ৮২ বছর। তিনি গ্রামেই থাকেন। প্রায়ই ফজরের নামাজ শেষ করে তিনি মামার বাসায় যান। আমরা ভেবেছিলাম, আজও সেখানে গিয়েছেন। কিন্তু বেলা বাড়ার পর খোঁজ নিয়ে জানতে পারি, তিনি সেখানে যাননি। এরপরই আমরা চারদিকে খোঁজ নেওয়া শুরু করি।’