নাটোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

নাটোর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০
শেয়ার :
নাটোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে দলের নেতাকর্মীরা রাজশাহীর নাটোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন দলের নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়।

এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির ড. অধ্যাপক মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারী সাদেকুর রহমান , সহকারী জেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুল হাকিম, সহকারী জেলা সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল প্রমুখ।

বক্তব্যে জেলা জামায়াতের আমির ড. অধ্যাপক মীর নুরুল ইসলাম বলেন, ‘আগামী ২০ তারিখের মধ্যে তাদের নেতাকে মুক্তি না দেওয়া হলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’ 

এদিকে গতকাল সোমবার এক বিবৃতিতে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে দলটির পক্ষ থেকে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়ে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির ঘোষণা দেন।