ঢাকার কোন কোন এলাকায় আজ বায়ুদূষণ?

অনলাইন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৬
শেয়ার :
ঢাকার কোন কোন এলাকায় আজ বায়ুদূষণ?

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৮১ স্কোর ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এদিন আজ ঢাকাস্থ বিভিন্ন এলাকার বায়ুদূষণে গুলশানের মাদানি সরণি (২৩২) ও সাভারের হেমায়েতপুরে (২১৯) বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ ছাড়া মিরপুরে ইস্টার্ন হাউজিং (২০৩), মার্কিন দূতাবাস (১৮৭), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৮১), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৮০), গুলশান ২ এর রব ভবন (১৭৯), মহাখালীর আইসিডিডিআরবি (১৭৭), গুলশান লেক পার্ক (১৭৬) এবং পেয়ারাবাগ রেললাইন (১৭০) এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

এদিকে এদিন বায়ুদূষণের শীর্ষে থাকা বিশ্বের কয়েকটি শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ তালিকায় প্রথম থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর (২৬০), মিসরের কায়রো (২৩৪), ভারতের দিল্লি (২৩০), নেপালের কাঠমন্ডু (১৯৫), মঙ্গোলিয়ার উলানবাটর (১৯২) এবং উগান্ডার কামপালা শহর (১৯১)।

এদিন সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১৯ গুণ বেশি রয়েছে। বায়ুদূষণ থেকে নিরাপদে থাকতে বাইরে শরীরচর্চা এড়িয়ে চলতে বলেছে। এছাড়া ঘরের দরজা, জানালা বন্ধ রাখতে ও ঘরের বাইরে বের হলে ভালো মানের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

উল্লেখ্য, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।