আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তার, ফুটপাত দখল ও ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে সজিব (১৭) নামে যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার অনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টায় টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকায় চায়না পোশাক কারখানার সামনে মামুন ও মুন্না গ্রুপের সঙ্গে গাজীপুরার জুয়েল ও প্রিন্স গ্রুপের সংঘর্ষ বাধে।
এ সময় মামুন ও মুন্না গ্রুপের সদস্যরা ধারাল অস্ত্রের আঘাতে শান্ত ইসলামের হাতের কব্জি বিচ্ছিন্ন করে এবং সজিবকে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা শান্ত ও সজিবকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে নিয়ে গেলে এদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, নিহত সজিব টঙ্গী পশ্চিম থানার খরতৈল এলাকার দুলাল মিয়ার ছেলে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান আমাদের সময়কে জানান, ইতোপূর্বে ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে গতকাল দুই পক্ষের সংঘর্ষে সজিব নামে একজনের মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।