আ. লীগ মহিলা ভাইস চেয়ারম্যান কারাগারে
ঘর পোড়ানো মামলায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন আক্তার এবং তার স্বামী আবদুল হাই মুরাদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গতকাল সোমবার দুপুরে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর সিনিয়র ম্যাজিষ্ট্রেট সকিনা আক্তার তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, ‘ঘর পোড়ানোর মামলায় (সিআর) আদালতে হাজিরা দিতে গেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’
জানা যায়, ২০১২ সালে বসুরহাট পৌরসভা ৩নং ওয়ার্ডে একটি ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল খায়ের নামে এক ব্যাক্তি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার দুপুরে হাজিরা দিতে গেলে আদালত পারভীন আক্তার ও তার স্বামী আবদুল হাই মুরাদকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।